প্রকাশিত: Sun, Dec 10, 2023 10:16 AM
আপডেট: Tue, Jan 27, 2026 10:47 AM

পুতিন ও হাসিনা: হামাসের ইজরায়েল-আক্রমণের দুই বেনিফিশিয়ারী

মাসুদ রানা, ফেসবুক: এ্যামেরিকান মদতপুষ্ট জায়নবাদী দখলদার ইজরায়েলের ওপর প্যালেস্টাইনী ইসলামবাদী প্রতিরোধী জঙ্গী সংগঠন হামাসের আক্রমণের ফলে বিশ্বরাজনীতিতে যে-মেরুকরণ এবং মানুষের মনোযোগ ও আবেগের রূপান্তর ঘটেছে ও ঘটছে, প্রধান বেনিফিশিয়ারী হচ্ছে রাশিয়ার প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উপরের হাইপোথেসিস বুঝতে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। প্রেসিডেণ্ট পুতিন বেনিফিশিয়ারী এই কারণে যে, হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার নিয়ে ইজরায়েল যে প্যালেস্টাইনের ওপর সর্বাত্মক আক্রমণ ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, তাতে বিশ্বের মনোযোগ শুধু রাশিয়ার উক্রাইন-আক্রমণ থেকে সরেই যায়নি, খোদ এ্যামেরিকান সেনিট উক্রাইনের প্রতি প্রেসিডেণ্ট বাইডেনের প্রস্তাবিত অর্থ-সহায়তা আটকে দিয়েছে। 

আর, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে কার্যতঃ ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপির নেতৃত্বাধীন বিরোধী পক্ষ যেভাবে এ্যামেরিকার নিষেধাজ্ঞা হুমকির ওপর নির্ভর করে জন-সমর্থন লাভে নিযুক্ত হয়েছিলো, সে-এ্যামেরিকার প্রতি বাংলাদেশের জনগণ প্রধানতঃ প্যালেস্টাইনের জনগণের প্রতি একটি কাল্পনিক মুসলিম ভ্রাতৃত্ববোধের কারণে এ্যামেরিকা-বিরোধী হয়ে উঠেছে। ফলে, বিএনপি তার মোমেণ্টাম হারিয়েছে এবং শেখ হাসিনা এ্যাণ্টি-এ্যামেরিকান হিসেবে বাংলাদেশের জনগণের কাছে সহনীয় একনায়ক হিসেবে গ্রহণীয় হয়ে উঠেছেন।

  • ০৯/১২/২০২৩, লণ্ডন, ইংল্যাণ্ড